ঢাকা: লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “আমরা খবর নিয়েছি এবং আপনারাও পত্রপত্রিকায় দেখছেন। উনি মানসিক এবং শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো আছেন।”
গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনের ডেভেনশায়ার প্লেসে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, “ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। তার রুটিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার খাবারের ব্যবস্থা তারেক রহমানের বাসা থেকে করা হচ্ছে। তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান প্রতিদিন হাসপাতলে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন।
খালেদা জিয়ার মানসিক সুস্থতার পেছনে তার দুই ছেলের তিন মেয়ে—তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের অবদান উল্লেখযোগ্য। নাতনিদের দীর্ঘদিন পর পাশে পেয়ে তিনি বেশ উৎফুল্ল ও মানসিকভাবে প্রফুল্ল বোধ করছেন বলে জানান চিকিৎসক জাহিদ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা চলমান রয়েছে।